kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

বাইডেনকে ড্রাগ টেস্ট করাতে বললেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাইডেনকে ড্রাগ টেস্ট করাতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী মাসে প্রথম টিভি বিতর্কে লড়বেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন। এই বিতর্কে অংশ নেওয়ার আগে বাইডেনকে ড্রাগ টেস্ট করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রাম্প। সঙ্গে জানিয়েছেন, তিনি নিজেও এই টেস্ট করাতে রাজি আছেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে টেলিভিশনে তিনটি বিতর্কে অংশ নেবেন দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। এ অবস্থায় গত বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ওয়াশিংটন এক্সামাইনার’-এ দেওয়া এক বক্তব্যে বাইডেনকে ড্রাগ টেস্টের চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রাম্প। হঠাৎ এমন চ্যালেঞ্জের পেছনে কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করেননি তিনি। কারণ হিসেবে তিনি বলেন, ডেমোক্র্যাটপ্রার্থী বাছাইয়ের সময় যেসব টিভি বিতর্ক হয়েছে, সেগুলোর প্রথম দিকে বাইডেন খুবই বাজে ‘পারফরম্যান্স’ করেছেন, কিন্তু শেষ দিকের বিতর্কে তিনি অনেক ভালো করে ফেললেন। ট্রাম্প বলেন, ‘বাইডেন তো আর উইনস্টন চার্চিল নন। চার্চিলের মতো হওয়া তাঁর পক্ষে সম্ভবও নয়। বিতর্কে ভালো করার পেছনে কী রহস্য আছে, তা আমরা কেউই জানি না। এ জন্যই আমি ড্রাগ টেস্ট করানোর কথা বলছি।’ সূত্র : বিবিসি।

মন্তব্য