kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

বেলারুশে বাড়ছে বিক্ষোভ, ধরপাকড়

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেলারুশের নির্বাচনে কারচুপির অভিযোগে সরকারবিরোধীদের বিক্ষোভ গতকাল বৃহস্পতিবারও অব্যাহত ছিল। চলছে ধরপাকড়ও। গত রবিবার শুরু হওয়া বিক্ষোভের মধ্যে পুলিশসহ তিনজন নিহত হয়েছে। পূর্ব ইউরোপীয় দেশ বেলারুশে গত রবিবারের নির্বাচনের মধ্য দিয়ে ষষ্ঠ দফা ক্ষমতা নিশ্চিত করেন প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো। ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় রয়েছেন তিনি। গত রবিবারের নির্বাচনে তাঁর পক্ষে ৮০ শতাংশ ভোট পড়ার কথা বলা হলেও বিরোধীদের অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে। এই অভিযোগে সেদিন রাত থেকে শুরু হয় বিক্ষোভ। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা