kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

মাউন্ট সিনাবুং ফের জেগেছে

কালের কণ্ঠ ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাউন্ট সিনাবুং ফের জেগেছে

ইন্দোনেশিয়ায় ফের জেগে ওঠা আগ্নেয়গিরির আশপাশের কৃষকরা ফসল তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। ছবি : রয়টার্স

ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। সোমবার জেগে ওঠার পর সেখান থেকে নিঃসৃত ধোঁয়া ও ছাই ঢেকে ফেলেছে আশপাশের বিস্তীর্ণ এলাকা। প্রায় পাঁচ কিলোমিটার উঁচুতে ওঠা ছাই ও ধোঁয়া আতঙ্ক সৃষ্টি করেছে আগ্নেয়গিরির আশপাশের এলাকায়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বিশাল একটি অংশ ওই আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে। ২০১০ থেকে মাঝেমধ্যেই ওই আগ্নেয়গিরি জেগে উঠছে। তবে ২০১৬ সালে সব থেকে ভয়ংকর রূপ ধারণ করেছিল তা। সেবার আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভা প্রাণহানিও ঘটিয়েছিল। সেই অবস্থা ফের ফিরল। গত সপ্তাহেও বার দুয়েক অগ্নুৎপাত হয়েছে সেখানে। কিন্তু সোমবার থেকে সেই অবস্থা আরো ভয়ংকর হয়েছে। আগামী দিনে সেখান থেকে লাভা বেরিয়ে আসতে পারে, এই আশঙ্কায় সতর্কতাও জারি করা হয়েছে।

যদিও এখন পর্যন্ত বেরিয়ে আসা ছাই কোনো প্রাণহানি ঘটায়নি। সূত্র : ডয়চে ভেলে।

মন্তব্যসাতদিনের সেরা