kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

নাগাসাকি হামলার ৭৫ বছর

পরমাণু অস্ত্র নিষিদ্ধের আহ্বান

কালের কণ্ঠ ডেস্ক   

১০ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরমাণু অস্ত্র নিষিদ্ধের  আহ্বান

জাপানের নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরমাণু বোমা হামলার ৭৫ বছর পূর্ণ হয়েছে গতকাল রবিবার। করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত আকারেই জাপানবাসী এই দুর্যোগময় দিনটিকে স্মরণ করে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। দিনটি উপলক্ষে নাগাসাকির মেয়র তমিহিসা তাউ এবং হামলায় বেঁচে যাওয়া লোকজন বিশ্বনেতাদের প্রতি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার ক্ষেত্রে আরো জোরালো পদক্ষেপ গ্রহণের  আহ্বান জানান।  

১৯৪৫ সালের ৯ আগস্ট সকাল ১১টা ২ মিনিটে  ৪.৫ টন ওজনের ‘ফ্যাট ম্যান’ নামের ওই প্লুটোনিয়াম বোমাটি নাগাসাকির ওপর ফেলা হয়। এতে অন্তত ৭০ হাজার মানুষ প্রাণ হারায়। যারা বেঁচে যায় তাদের বড় একটা অংশকে রেডিয়েশনের কারণে পরবর্তী সময়ে ক্যান্সারসহ অন্যান্য রোগে ভুগতে হয়। এ হামলার তিন দিন আগে ৬ আগস্ট জাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পরমাণু বোমাটি ফেলা হয়, যা এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়। দুটি পরমাণু হামলায় বিপর্যস্ত জাপান ১৫ আগস্ট আত্মসমর্পণ করে। আর এর মাধ্যমেই অবসান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা