kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

যুক্তরাষ্ট্রে শনাক্ত ছাড়াল অর্ধকোটি ভারতে ২০ লাখ

কালের কণ্ঠ ডেস্ক   

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। সেখানে সোয়া ছয় কোটির বেশি নমুনা পরীক্ষায় এই বিপুলসংখ্যক রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ পেরিয়েছে। প্রতিবেশী দেশটিতে এরই মধ্যে সোয়া দুই কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্তের সংখ্যা ৩০ লাখ ছুঁই ছুঁই করছে। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুতেও শীর্ষে আছে মার্কিন মুলুক। গতকাল রাত ৮টা পর্যন্ত সেখানে এক লাখ ৬২ হাজার ৮১২ জনের প্রাণহানির খবর মিলেছে। দেশটিতে এরই মধ্যে প্রতি ১০ লাখ মানুষে এক লাখ ৯০ হাজার ৬৫১ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ২৩ লাখ; যার মধ্যে ১৮ হাজার জনের অবস্থা সংকটাপন্ন।

এদিকে ভারতে গতকাল সকাল পর্যন্ত নথিভুক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৭৪ জন। তাদের মধ্যে ১৩ লাখ ৭৮ হাজার ১০৫ জন সুস্থ হয়ে উঠেছে। অর্থাৎ আক্রান্তের প্রায় ৬৮ শতাংশই সুস্থ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৮৮৬ জন। এতে ভারতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮৫ জন। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে বৃহস্পতিবার প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় ৮১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাতে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়ায় ৫০ হাজার ৫১৭ জনে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বৃহস্পতিবার ‘ভ্যাকসিন জাতীয়করণের’ বিষয়ে সতর্ক করে দিয়েছে। সূত্র : এএফপি, ওয়ার্ল্ডোমিটার।

মন্তব্যসাতদিনের সেরা