kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

জম্মু-কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর মনোজ

কালের কণ্ঠ ডেস্ক   

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজম্মু-কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর মনোজ

জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে বিজেপি নেতা মনোজ সিনহার নাম ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সাবেক এই প্রতিমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চলটির অস্থিরতা কমিয়ে সেখানকার অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতে সক্ষম হবেন বলে আশা নরেন্দ্র মোদি সরকারের। মনোজ লেফটেন্যান্ট গভর্নর জে সি মুর্মুর স্থলাভিষিক্ত হবেন। মুর্মু বুধবার পদত্যাগ করেছিলেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বর্ষপূর্তিতেই মুর্মু পদত্যাগ করেন। গত বছরের ৩১ অক্টোবর তাঁকে কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রথম লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ভারতীয় গণমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদ থেকে রাজীব মেহর্ষি অবসর নিলে মুর্মু তাঁর স্থলাভিষিক্ত হবেন।

সূত্র : পিটিআই।

মন্তব্যসাতদিনের সেরা