kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

করোনাভাইরাসে কঠোর ব্যবস্থা নিচ্ছে অস্ট্রেলিয়া

কালের কণ্ঠ ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির (এসিটি) সঙ্গে সীমান্ত বন্ধের পদক্ষেপ নিচ্ছে কুইন্সল্যান্ড। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রকোপে মেলবোর্ন বিপর্যস্ত হওয়ায় ভিক্টোরিয়া রাজ্য এর আগেই নিউ সাউথ ওয়েলসের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে।

দক্ষিণ-পূর্ব রাজ্যগুলো থেকে ভাইরাসের বিস্তার ঠেকাতে এবার কুইন্সল্যান্ড সীমান্ত বন্ধ করছে। কুইন্সল্যান্ড রাজ্যে ভাইরাস আক্রান্তদের মধ্যে অন্য রাজ্য থেকে আসা কয়েকজন রয়েছে, যারা ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম মানেনি। নিয়ম লঙ্ঘনের কারণে সেখানে ক্ষোভও দেখা দিয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে ক্রমেই সংক্রমণ বাড়তে দেখে কুইন্সল্যান্ড সরকার গত সপ্তাহেই নগরীর বাসিন্দাদের জন্য সীমান্ত বন্ধ করেছে।

গতকাল বুধবার সেই নিষেধাজ্ঞা আরো বাড়িয়ে পুরো নিউ সাউথ ওয়েলসসহ এসিটির সঙ্গেও সীমান্ত বন্ধ করা হবে বলে ঘোষণা করেছে কুইন্সল্যান্ড। এ নির্দেশ শনিবার থেকে কার্যকর হচ্ছে। সূত্র : বিবিসি।

 

মন্তব্যসাতদিনের সেরা