kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

ম্যান্ডেলাকন্যা জিনজি মারা গেছেন

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেম্যান্ডেলাকন্যা জিনজি মারা গেছেন

দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মেয়ে জিনজি ম্যান্ডেলা মারা গেছেন। গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একজন মুখপাত্র এ কথা জানান। জিনজি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। নেলসন ম্যান্ডেলা কারাবন্দি থাকাকালে একবার ১৯৮৫ সালে তাঁকে মুক্তির প্রস্তাব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তৎকালীন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট পি ডাব্লিউ বোথা। প্রেসিডেন্টের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ম্যান্ডেলা। বর্ণবাদবিরোধী জনসমাবেশে বাবার ওই প্রত্যাখ্যান পত্র পাঠ করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন জিনজি। ম্যান্ডেলার প্রয়াত সাবেক স্ত্রী ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা ছিলেন জিনজির মা। ৫৯ বছর বয়সী জিনজি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ছিলেন। মৃত্যুর সময় তিনি ওই দায়িত্বেই ছিলেন।  সূত্র : বিবিসি, এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা