kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

জাপানে যুক্তরাষ্ট্রের দুই নৌঘাঁটিতে লকডাউন

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি নৌঘাঁটি লকডাউন করা হয়েছে। নানা ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বাকি সাতটি নৌঘাঁটিতে। এসব ঘাঁটির বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপে মার্কিন নৌবাহিনীর প্রায় ২০ হাজার সদস্য রয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য বাহিনীর সদস্য রয়েছে আরো কয়েক হাজার। এদের মধ্যে অন্তত ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিদে সুগা গতকাল সোমবার জানান, গত কয়েক দিনে ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর বেশির ভাগই ‘মেরিন কর্পস এয়ার স্টেশন ফুতেনমা’ ও ‘ক্যাম্প হানসেন’ নৌঘাঁটির সদস্য। ওকিনাওয়া সরকারের পক্ষ থেকে বলা হয়, গতকাল পুতেনমা ঘাঁটির আরো ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সূত্র : এএফপি।

 

 

মন্তব্যসাতদিনের সেরা