kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

পুনর্নির্বাচিত দুদা

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পোল্যান্ডের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন আন্দজে  দুদা। রবিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ৫১.২ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রাফাল ত্রাসকোস্কিকে পরাজিত করেন। গতকাল সোমবার দ্য ন্যাশনাল ইলেকটোরাল কমিশন এই ফলাফল ঘোষণা করে। ১৯৮৯ সালে কমিউনিজমের অবসানের পর পর দেশটিতে এবারই প্রথম কেউ এত কম ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দুদা রক্ষণশীল জাতীয়তাবাদী ল অ্যান্ড জাস্টিস পার্টির (পিআইএস) নেতা। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ত্রাসকোস্কি উদারপন্থী নেতা ও ওয়ারশ শহরের মেয়র। দুদা বেশি ভোট পেয়েছেন দেশের পূর্বাঞ্চল, ছোট শহর ও পল্লী এলাকায়। আর ত্রাসকোস্কির পক্ষে ভোট বেশি পড়ে বড় শহর ও জার্মানি সীমান্তের সঙ্গে লাগোয়া পশ্চিমাঞ্চলে।

সূত্র : বিবিসি, এএফপি।

 

 

মন্তব্যসাতদিনের সেরা