kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

মালির সাংবিধানিক আদালত বিলুপ্ত

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমালিতে গণবিক্ষোভের মুখে অবশেষে গত শনিবার সাংবিধানিক আদালত বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা।

সাধারণ নির্বাচনের ফল উল্টে দেওয়া সাংবিধানিক আদালতের বিরুদ্ধে ক্ষোভ, সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর অর্থনৈতিক বিপর্যয় সব মিলিয়ে গত কয়েক মাস ধরে ভীষণ উত্তপ্ত আফ্রিকার দেশ মালি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট কেইটার পদত্যাগ দাবি করলেও তিনি নিজ পদ ধরে রেখে কেবল সাংবিধানিক আদালত বিলুপ্ত করেছেন।

এসংক্রান্ত ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জানান, আগামী সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন করে সাংবিধানিক আদালতের সদস্য নির্বাচনের অনুরোধ জানানো হবে। সাংবিধানিক আদালত গঠনের কাজ শেষ হলে এর সদস্যরা নির্বাচনী ফলসংক্রান্ত জটিলতার দ্রুত নিরসন ঘটাতে পারবেন বলে তাঁর আশা। প্রেসিডেন্ট কেইটা সাংবিধানিক আদালত বিলুপ্ত করার আগেই এর ৯ সদস্য পদত্যাগ করেন। একজন মারা গেছেন। বাকিদের সরিয়ে সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন মালির রাষ্ট্রপ্রধান। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা