kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

আয়া সোফিয়া

পোপের সমালোচনা এরদোয়ানের প্রত্যাখ্যান

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাইজান্টাইন আমলের স্থাপনা আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সরকার। গত শুক্রবার ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া এই স্থাপনার ভাগ্য নিয়ে সিদ্ধান্ত আসার পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। গতকাল সমালোচকদের তালিকায় যোগ দিলেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসও। তবে এত সব সমালোচনা শুনে চুপ করে নেই এরদোয়ান। তিনি গত শনিবারই তুরস্কের এই সিদ্ধান্তের বিষয়ে চলমান সমালোচনাকে নাকচ করে দিয়ে বলেন, তাঁর দেশের এই সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। পোপ ফ্রান্সিস তুরস্কের এ সিদ্ধান্তের ব্যাপারে গতকাল বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমার সমস্ত ভাবনা পড়ে রয়েছে ইস্তাম্বুলে। নিজেকে বিপর্যস্ত মনে হচ্ছে।’ এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও গ্রিসও এ সিদ্ধান্তের সমালোচনা করে সিদ্ধান্ত পাল্টানোর জন্য এরদোয়ানের প্রতি আহ্বান জানান। এসব সমালোচনার জবাব দিয়ে এরদোয়ান গত শনিবার বলেন, ‘সমালোচনাকারী দেশগুলোয় যখন ইসলামভীতির কথা বলে অন্যায় করা হয় তখন তারা সেগুলো প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয় না।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা