kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

বিশ্বে এক দিনে রেকর্ড সুস্থ

কালের কণ্ঠ ডেস্ক   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বে এক দিনে রেকর্ড সুস্থ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই কিছুটা স্বস্তির খবর মিলল। গত মঙ্গলবার সেরে উঠেছে দুই লাখ আট হাজার ২৪৩ জন কভিড-১৯ রোগী, যা এক দিনের হিসাবে সর্বোচ্চ। অবশ্য এই দিন শনাক্তও হয়েছে প্রায় সমানসংখ্যক নতুন রোগী। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে। এর আগে গত ৩ জুলাই ২৪ ঘণ্টায় সুস্থ হয় দুই লাখ ৩৫ হাজার রোগী। এর আগে-পরে দিনে এক লাখ থেকে সোয়া লাখ করে রোগী সেরে ওঠার ঘটনা ঘটেছে। সেই তুলনায় সম্প্রতি দৈনিক গড় আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি। গত মঙ্গলবার নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখ আট হাজার ৮৭ জন। চলতি সপ্তাহের শুরুতে (৩ জুলাই) রেকর্ড দুই লাখ ১৩ হাজার ৭৭৮ জনের শরীরে করোনা ধরা পড়ে। সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

 

মন্তব্যসাতদিনের সেরা