kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

জাতিসংঘের সতর্কতা

বন্য প্রাণী নিধন অব্যাহত থাকলে আরো প্রাদুর্ভাব

কালের কণ্ঠ ডেস্ক   

৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাণী থেকে মানুষের মধ্যে (জুনোটিক) রোগ ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। আর বন্য প্রাণীর সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণের পদক্ষেপ না নেওয়া হলে তা চলতে থাকবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশেষজ্ঞরা কভিড-১৯-এর মতো রোগের উদ্ভবের জন্য প্রাণিজ প্রোটিনের উচ্চ চাহিদা, কৃষির অপরিবর্তনীয় ধরন ও জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেছেন। কভিড-১৯-এ দুই বছরে বিশ্ব অর্থনীতির ক্ষতি ৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও আন্তর্জাতিক প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা অবহেলিত জুনোটিক রোগে এক বছরে ২০ লাখ মারা যায় বলে জানান। সূত্র : রয়টার্স।

 

মন্তব্যসাতদিনের সেরা