kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত
চীন-যুক্তরাষ্ট্র বিরোধ

টিকটক নিষিদ্ধের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

কালের কণ্ঠ ডেস্ক   

৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ ক্রমে বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা খুদে ভিডিও প্রকাশের জন্য চীনের তৈরি করা অ্যাপ ‘টিকটক’ নিষিদ্ধের কথা ভাবছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, কেবল টিকটক নয়, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে চীনের তৈরি করা সামাজিক যোগাযোগের অন্যান্য অ্যাপও। গত সোমবার ফক্স নিউজে এক সাক্ষাৎকার দেন পম্পেও। সেখানে উপস্থাপক লরা ইনগ্রাহাম জানতে চান, ‘টিকটকের মতো চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিষিদ্ধের কোনো চিন্তাভাবনা যুক্তরাষ্ট্রের আছে কি না?’ জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এটা নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করছি।’ তিনি বলেন, ‘আমি বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করতে চাই না। তবে অ্যাপটি নিষিদ্ধের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’ পম্পেও বলেন, ‘কোনো নাগরিক নিজের ব্যক্তিগত তথ্য চীনের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দেবেন, তাহলে তিনি টিকটক অ্যাপটি ডাউনলোড করতে পারেন।’ সূত্র : সিএনএন, টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা