kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

বিউবোনিক প্লেগ

নজর রাখছে ডাব্লিউএইচও

কালের কণ্ঠ ডেস্ক   

৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের ইনার মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বিউবোনিক প্লেগে একজনের আক্রান্ত হওয়ার খবর চীন নিশ্চিত করার পরদিন গতকাল মঙ্গলবার এ কথা জানায় জাতিসংঘের ওই সংস্থা।

ইনার মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগে একজনের আক্রান্ত হওয়ার খবর গত সোমবার ডাব্লিউএইচওকে জানায় চীন সরকার। এ ছাড়া মঙ্গোলিয়ার পাশের খভদ প্রদেশে আরো দুই ব্যক্তি মারমটের (এক জাতীয় ইঁদুর) মাংস খেয়ে ওই রোগে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে ডাব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস গতকাল এক অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘শত শত বছর ধরে বিউবোনিক প্লেগ আমাদের সঙ্গে রয়েছে এবং সব সময়ই আছে।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা