kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

দুই শতাধিক বিজ্ঞানীর চ্যালেঞ্জ

করোনা নিয়ে সঠিক বার্তা দিতে ব্যর্থ ডাব্লিউএইচও

কালের কণ্ঠ ডেস্ক   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাতাসে দীর্ঘক্ষণ করোনাভাইরাসের টিকে থাকা এবং বাতাসের মাধ্যমে তা মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার ভয়াবহ ঝুঁকির ব্যাপারে বিশ্ববাসীকে যথাযথভাবে সতর্ক করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)—এমন অভিযোগ করে সংস্থার উদ্দেশে খোলা চিঠি লিখেছেন বিশ্বের ২৩৯ বিজ্ঞানী।

করোনাভাইরাস সংক্রমিত হওয়ার দুটি পদ্ধতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডাব্লিউএইচও ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সংক্রমণের একটি পদ্ধতি হলো কাছাকাছি থাকা কোনো সংক্রমিত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের খুদে কণা (ড্রপলেট) নিঃশ্বাসের মাধ্যমে আরেকজনের শরীরে ঢুকে যাওয়া এবং আরেকটি পদ্ধতি হলো করোনাভাইরাসে দূষিত কোনো কিছু স্পর্শ করে ওই হাতের মাধ্যমে চোখ, নাক বা মুখ স্পর্শ করা।

ড্রপলেটের মাধ্যমে সংক্রমিত হওয়ার কথা ডাব্লিউএইচও স্বীকার করে বটে, তবে সংস্থাটির মতে, শুধু ইনটিউবেশনের (রোগীর শ্বাসতন্ত্রে বিশেষ টিউব প্রবেশ করানোর মাধ্যমে চিকিৎসা) মতো চিকিৎসা কার্যক্রমের সময় ড্রপলেটের মাধ্যমে সংক্রমণের ঘটনা ঘটতে পারে।

ডাব্লিউএইচওর এ অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে গবেষকদের একটি দল বলছে, ড্রপলেটে থাকা করোনাভাইরাস দীর্ঘক্ষণ বাতাসে টিকে থাকতে পারে এবং তা বাতাসে ভেসে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। ওই দূরত্ব কয়েক মিটার পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা আরো জানান, বাতাস চলাচল কম এমন ঘর, বদ্ধ বাসসহ যেকোনো বদ্ধ জায়গায় করোনা ড্রপলেটের মাধ্যমে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরো বেশি। এ ধরনের জায়গায় মানুষ ছয় ফুট দূরত্ব বজায় রাখলেও তা ঝুঁকিপূর্ণ। এমন ঝুঁকির ব্যাপারে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞান ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক লিডিয়া মোরাউসকা বলেন, ‘আমরা এ বিষয়ে শতভাগ নিশ্চিত।’ ডাব্লিউএইচওকে দেওয়া খোলা চিঠিতে স্বাক্ষরকারী ৩২ দেশের ২৩৯ বিজ্ঞানীর মধ্যে তিনি একজন। ওই চিঠি আগামী সপ্তাহে একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হবে।  ওই অভিযোগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কাছ থেকে কয়েক দফা মন্তব্য চাওয়া হলেও তারা জবাব দেয়নি। সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস।

 

মন্তব্যসাতদিনের সেরা