kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

খাশোগি হত্যায় সৌদি দূতাবাসকর্মীর সাক্ষ্য

ওভেন জ্বালানোর নির্দেশ দেওয়া হয়

কালের কণ্ঠ ডেস্ক   

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদি সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের সৌদি দূতাবাসে ঢোকার পরই ওভেন প্রায় এক ঘণ্টা জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গত শুক্রবার তুর্কি আদালতে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই সময় উপস্থিত সৌদি দূতাবাসকর্মী এমন তথ্য জানিয়েছেন।

খাশোগি হত্যার বিচারের প্রথম দিনে কনস্যুলেটের টেকনিশিয়ান জাকি দামির সাক্ষ্য দেন। বিচারকাজে ২০ সৌদি কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। সৌদি দূতাবাসে জামাল খাশোগির হত্যাকাণ্ড বিশ্বজুড়ে সমালোচিত হয়। প্রশ্ন ওঠে সৌদি শাসকের ভাবমূর্তি নিয়ে। জাকি দামির বলেন, খাশোগি তাঁর প্রয়োজনীয় কাগজপত্র নিতে দূতাবাসে ঢোকার পর তাঁকে আবাসিক ভবনে ডাকা হয়। তিনি বলেন, ‘সেখানে পাঁচ-ছয়জন ব্যক্তি ছিলেন। তাঁরা আমাকে ওভেন জ্বালাতে বলেন। সেখানে পরিবেশ থমথমে ছিল।’

২০১৮ সালের অক্টোবরে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে খাশোগি ওই দূতাবাসে যান। 

সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা