kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

‘মাস্টার’ ‘স্লেভ’ ও ‘ব্ল্যাকলিস্ট’ বাদ দিচ্ছে টুইটার

কালের কণ্ঠ ডেস্ক   

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার ‘মাস্টার’, ‘স্লেভ’ ও ‘ব্ল্যাকলিস্ট’-এর মতো শব্দগুলো বাদ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এর আগে একই কাজ করার কথা জানিয়েছিল গিটহাব। এ শব্দগুলো ‘প্রগ্রামিং কোড’ হিসেবে ব্যবহার হয়ে থাকে।

দশকের পর দশক ধরে ব্যবহৃত এ ধরনের শব্দ বদলে ফেলা একদিকে যেমন সময়সাপেক্ষ, অন্যদিকে এতে খরচও অনেক বেশি, লাখ লাখ ডলার। প্রগ্রামিংয়ের ভাষায় ‘মাস্টার’ বলতে কোডের মূল সংস্করণকে বোঝায়, যা ‘স্লেভ’ বা অনুলিপি সংস্করণকে নিয়ন্ত্রণ করে। আর ‘ব্ল্যাকলিস্ট’ বলতে সাধারণত নিষিদ্ধ নামের তালিকাকে বোঝায়।

গত বৃহস্পতিবার এ ধরনের শব্দ থেকে সরে আসার ব্যাপারে জানিয়েছে টুইটারের প্রকৌশল বিভাগ। বাদের তালিকায় পড়া শব্দগুচ্ছও টুইটে জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘মাস্টার/স্লেভ’ বদলে গিয়ে হবে ‘লিডার/ফলোয়ার’, আর হোয়াইটলিস্টকে করা হবে ‘অ্যালাওলিস্ট’। সূত্র : বিবিসি।

মন্তব্য