kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত
ধর্ষণ মামলা

বিচারপতির মন্তব্যে ক্ষোভ ভারতজুড়ে

কালের কণ্ঠ ডেস্ক   

৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভারতের কর্ণাটক হাইকোর্টে চলমান এক ধর্ষণ মামলার বাদী সম্পর্কে বিচারপতির বিতর্কিত মন্তব্য নিয়ে দেশজুড়ে চলছে তুলকালাম। তাঁর কিছু মন্তব্য রায়ের নথি থেকে বাতিল করার দাবি উঠেছে। এ নিয়ে অনলাইনে ব্যঙ্গ-বিদ্রুপ তো চলছেই, পাশাপাশি প্রধান বিচারপতি বরাবর এক নারী আইনজীবীর চিঠি লেখার ঘটনাও ঘটছে। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ এস দিক্ষিত এক ধর্ষণ মামলার আসামিকে গত সপ্তাহে জামিন দিয়েছেন, সেই সঙ্গে ধর্ষণের আগে-পরে ভুক্তভোগী নারীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বিচারপতি মন্তব্য করেছেন, ওই নারী কেন রাত ১১টার সময় অফিসে গেছেন, কেনই বা তিনি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিনা আপত্তিতে মদপান করেছেন এবং নির্যাতিত হয়েও কেন তিনি পুরো রাত ওই ব্যক্তিকে নিজের সঙ্গে থাকতে দিয়েছেন? নির্যাতনে ক্লান্ত হয়ে ওই নারী ঘুমিয়ে পড়েছিলেন, এমন ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘একজন ভারতীয় নারীর ক্ষেত্রে এ ধরনের আচরণ অস্বাভাবিক।’ বিচারপতি দিক্ষিতের এসব মন্তব্য রায়ের নথি থেকে বাতিলের দাবি উঠেছে। এ ঘটনায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে তাঁকে এরই মধ্যে চিঠি লিখেছেন দিল্লিভিত্তিক এক জ্যেষ্ঠ আইনজীবী অপর্ণা ভাট। একই চিঠি তিনি দিয়েছেন সুপ্রিম কোর্টের তিন নারী বিচারক বরাবর। এদিকে বিচারপতি দিক্ষিতের ওই মন্তব্যের পর তিনিসহ ভারতের বেশ কয়েকজন বিচারককে নিয়ে অনলাইনে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা