kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

মাস্ক পরার পক্ষে ট্রাম্প!

কালের কণ্ঠ ডেস্ক   

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমাস্ক পরার পক্ষে ট্রাম্প!

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য সংস্থাগুলো সবাইকে মাস্ক পরার পরামর্শ দিলেও শুরু থেকেই নিজে মাস্ক পরেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত বুধবার হঠাৎ করেই মাস্কের বিষয়ে সুর পাল্টেছেন তিনি। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি মাস্ক পরার পক্ষে। ট্রাম্প বলেন, ‘আমি মাস্ক পরার পক্ষে। যদি জনসমাগমে যেতে হয় তাহলে অবশ্যই আমি মাস্ক পরব। লোকজন আগেও আমাকে মাস্ক পরতে দেখেছে। জনসমক্ষে মাস্ক পরতে আমার কোনো সমস্যা নেই। মাস্কে আমাকে দেখতে লোন রেঞ্জারের (আমেরিকান ওল্ড ওয়েস্টে দস্যুদের সঙ্গে লড়াই করা মাস্ক পরা কল্পিত নায়ক) মতো লাগে। এ বিষয়টি আমার একরকম ভালোই লাগে।’ কিন্তু ট্রাম্প এখনো মনে করেন, যুক্তরাষ্ট্রে মাস্ক পরা বাধ্যতামূলক করার কোনো প্রয়োজন নেই। কারণ হিসেবে তিনি বলেন, ‘দেশে এমন অনেক জায়গা আছে, যেখানে মানুষ খুব দূরে দূরে বসবাস করে। মানুষ যদি এটি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তারা পরবে।’ আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংক্রমণ বাড়তে থাকলেও তিনি মনে করেন, একদিন করোনাভাইরাস বিদায় নেবে। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা