kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

নির্বাচনী সমাবেশ করবেন না বাইডেন

কালের কণ্ঠ ডেস্ক   

২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন মহামারির কারণে নির্বাচনী সমাবেশের আয়োজন করবেন না। তাঁর নজিরবিহীন এ ঘোষণা প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। বাইডেন (৭৭) চার সপ্তাহ আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন। মনোনীত হওয়ার পর মঙ্গলবার এই প্রথম সংবাদ সম্মেলনে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি ডাক্তারের নির্দেশ মেনে চলব। এটি শুধু আমার জন্য নয়, পুরো দেশের জন্য। এর অর্থ আমি কোনো নির্বাচনী সমাবেশ করতে যাচ্ছি না।’ একই সঙ্গে তিনি জানান, তিনি এখনো কভিড-১৯ শনাক্তে কোনো পরীক্ষা করাননি। তবে বাইডেন যে ডাক্তারের নির্দেশনার কথা বলেছেন তা তাঁর ব্যক্তিগত ডাক্তার নয়, বরং বড় কোনো সমাবেশে যোগ না দিতে আমেরিকানদের প্রতি সরকারের বিধি-নিষেধের কথাই তিনি তুলে ধরেছেন। সূত্র : বাসস।

মন্তব্যসাতদিনের সেরা