kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত
নেপালের প্রধানমন্ত্রী বললেন

আমাকে উৎখাতের চেষ্টা চলছে

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমাকে উৎখাতের চেষ্টা চলছে

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি অভিযোগ করেছেন, তিনটি অঞ্চল নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর থেকে নানাভাবে তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে। গত রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে নেপাল কমিউনিস্ট পার্টির প্রয়াত নেতা মদন ভাণ্ডারির ৬৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। তবে কে বা কারা তাঁকে উৎখাতের চেষ্টা করছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। অলি বলেন, ‘আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এ চেষ্টা সফল হবে না। কেউ সরাসরি আমাকে সরে যেতে বলেনি। কিন্তু চলমান পরিস্থিতিতে এসব ব্যাপার আমি টের পাচ্ছি। দূতাবাসগুলোতে ও হোটেলগুলোতে বিভিন্ন ঘটনা ঘটেছে। যদি আপনারা দিল্লির সংবাদমাধ্যমগুলোর খবর শোনেন তাহলে ইঙ্গিতটা ধরতে পারবেন। এ ছাড়া আমাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে কিছু নেপালি নেতাও যুক্ত আছেন। এর আগে যখন বেইজিংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলাম, তখন আমার সংখ্যালঘু সরকার ভেঙে গিয়েছিল। সূত্র : পিটিআই।

মন্তব্যসাতদিনের সেরা