kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

ভোটে লড়বেন নাইজারের সাবেক জান্তা দজিবো

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাইজারের সাবেক সামরিক জান্তাপ্রধান জেনারেল সালু দজিবো ২০২০ সালে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পিস-জাস্টিস-প্রগ্রেস (পিজেপি) পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি এমন ঘোষণা দিলেন। নিয়ামি স্পোর্টস প্যালেসে প্রায় পাঁচ হাজার লোকের সামনে এক অনুষ্ঠানে তিনি এই মনোনয়ন গ্রহণ করেন।

৫৫ বছর বয়সী এ সামরিক জান্তা দজিবোর নেতৃত্বে ২০১০ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট মাহামাদু তান্দজা ক্ষমতাচ্যুত হন। সংবিধানে সীমাবদ্ধ করে দেওয়া সর্বোচ্চ দুই মেয়াদ শেষ হলেও তান্দজা ক্ষমতায় থাকার চেষ্টা করার পর তাঁর বিরুদ্ধে এ সামরিক অভ্যুত্থান ঘটানো হয়। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা