kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

৭ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

মালিতে এক অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। গত বুধবার মালির উত্তরাঞ্চলে চালানো এ অভিযানে আবদেলমালিক দ্রুকদেল ছাড়াও তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন সহচরও নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে নিশ্চিত করেছেন। গত মাসে অন্য এক অভিযানে ফ্রান্সের সেনারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঊর্ধ্বতন এক কমান্ডারকেও আটক করেছিল। পারলে বলেন, ‘সাহেল অঞ্চলের অংশীদারদের সহযোগিতায় আমাদের বাহিনী জঙ্গিদের নিরলসভাবে তাড়িয়ে বেড়াবে।’ গত বুধবারের ‘দুঃসাহসিক অভিযান’ আফ্রিকার জঙ্গিদের জন্য বড় ধরনের আঘাত হেনেছে বলেও মন্তব্য তাঁর। দ্রুকদেল আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেবের (একিউআইএম) প্রধান ছাড়াও জঙ্গিগোষ্ঠীটির সাহেল অঞ্চলে ক্রিয়াশীল শাখা জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনিরেরও (জেএনআইএম) দায়িত্বে ছিলেন। সূত্র : বিবিসি।

মন্তব্য