kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ফ্লয়েড করোনায় আক্রান্ত ছিলেন

কালের কণ্ঠ ডেস্ক   

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে মৃত্যুর পর করা পরীক্ষায় দেখা গেছে। মিনেসোটা রাজ্যের হেনিপিন কাউন্টির প্রকাশ করা ময়নাতদন্ত প্রতিবেদনে ফ্লয়েডের সংক্রমণের বিষয়টি উঠে এসেছে।

ময়নাতদন্তে ফ্লয়েডের নাক থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। তাতে তাঁর করোনাভাইরাস ‘পজিটিভি’ এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। হেনিপিন কাউন্টির প্রধান মেডিক্যাল এক্সামিনার ডা. এন্ড্রু বেইকার জানিয়েছেন, ফ্লয়েডের নমুনার পিসিআর পরীক্ষায় তাঁরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

বেইকার বলেন, ময়নাতদন্তের যে ফলাফল পাওয়া গেছে তাতে ফ্লয়েড করোনাভাইরাসের উপসর্গহীন বাহক ছিলেন বলেই মনে হয়েছে। তাঁর মৃত্যুতে ভাইরাসের ‘জ্ঞাত কোনো ভূমিকা’ ছিল না।

সূত্র : সিএনএন।

মন্তব্যসাতদিনের সেরা