kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

করোনাভাইরাস

ভারতে মৃতদের ৫০ শতাংশই প্রবীণ

কালের কণ্ঠ ডেস্ক   

৪ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাস মহামারির উপকেন্দ্র হয়ে উঠেছে ভারত। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে মারা গেছে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। আর মারা যাওয়া এসব মানুষের মধ্যে ৫০ শতাংশের বেশি প্রবীণ। এ ছাড়া ৭৩ শতাংশ মানুষ করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। গত মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। উল্লেখ্য, ভারতের মোট জনসংখ্যার ১০ শতাংশই প্রবীণ। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৩৮ শতাংশের বয়সই ৬০ থেকে ৭৪ বছরের মধ্যে। এ ছাড়া ৭৪ বছরের বেশি বয়সে মারা যাওয়া রোগীর সংখ্যা ১২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, ভারতে প্রতি লাখে বা ১০ লাখে কত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বা মারা গেছে তার ওপর ভিত্তি করে আইসোলেশনে যাওয়াদের সংখ্যা  বিবেচনা করতে হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা