kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

দারিদ্র্যে আরো আট কোটি শিশু

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাভাইরাসের জেরে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে সাড়ে আট কোটিরও বেশি শিশু নতুন করে দারিদ্র্যের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। তাদের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের একটি সমীক্ষায় বলা হয়েছে, ‘কভিড-১৯ মহামারির জেরে যে অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে ২০২০-এর শেষে আরো সাড়ে আট কোটির বেশি শিশুকে দারিদ্র্যের সম্মুখীন হতে হবে।’

সমীক্ষকরা জানাচ্ছেন, সে ক্ষেত্রে কম ও মাঝারি আয়ের দেশগুলোতে জাতীয় দারিদ্র্যসীমার নীচে থাকা শিশুর সংখ্যা ৬৭ কোটি পার করবে। এই শিশুদের দুই-তৃতীয়াংশই সাহারা মরুভূমির দক্ষিণে আফ্রিকার দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার বাসিন্দা।

শিশু অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর এক কর্তার কথায়, ‘শিশুরা খুব অল্প সময়ের জন্য ক্ষুধা বা অপুষ্টিতে ভুগলেও শরীরে তার প্রভাব সারা জীবন থেকে যায়। ইউনিসেফের এই প্রতিবেদন বিশ্বকে সচেতন করার জন্য।’ করোনার প্রভাবে বিশ্বজুড়ে বিধ্বস্ত অর্থনীতি। দুই দিন আগেই যুক্তরাষ্ট্রে এক লাখ ছাড়িয়েছে। এক-তৃতীয়াংশ ঘটনাই ঘটেছে বিশ্বের অর্থনৈতিক রাজধানী নিউ ইয়র্ক, ইউ জার্সি ও কানেক্টিকাটে। যার প্রভাবে গত তিন মাসে যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়েছে সাড়ে তিন কোটি মানুষ। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, নিউ ইয়র্কে করোনা-মৃত্যুর হার কিছুটা কমলেও ২০টি প্রদেশে বেড়েছে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা