kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

ডাব্লিউএইচওর নয়া ফাউন্ডেশন

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বিশ্বে উন্নত স্বাস্থ্যসেবায় অর্থায়নের লক্ষ্যে বুধবার বেসরকারি অনুদাননির্ভর একটি নতুন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। কভিড-১৯ মহামারি মোকাবেলায় যথাযথ ভূমিকা পালন না করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিশ্ব সংস্থাটির লাগাম টেনে ধরার হুঁশিয়ারির প্রেক্ষপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ডাব্লিউএইচও ফাউন্ডেশন’ নামের সংস্থাটি সরাসরি জনহিতৈষী ও গণমানুষের অনুদানের অর্থে স্বাধীনভাবে পরিচালিত হবে। করোনাভাইরাসের মতো এই ধরনের সংকটকে অধিকতর গুরুত্বের সঙ্গে সংস্থাটি মোকাবেলায় কাজ করবে বলেও আশা করা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ডাব্লিউএইচওর প্রতি মহামারি নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করে যুক্তরাষ্ট্র সংস্থাটির অর্থায়ন স্থগিত এবং কাঙ্ক্ষিত পরিবর্তন দেখাতে না পারলে আগামী মাসে সংস্থা থেকে সরে আসার হুঁশিয়ারি দেন। ট্রাম্পের অভিযোগ, বেইজিংয়ের সঙ্গে অতিরিক্ত সখ্য থাকায় প্রাথমিকভাবে চীন থেকে রোগ ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে বিষয়টিকে চেপে রেখেছিল। ‘ডাব্লিউএইচওর মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে নতুন ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার ঘোষণা দেন। এ সময় তেদ্রোস বিশ্বকে নতুন ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সতর্ক করে বলেন, পরবর্তী নতুন মহামারির আবির্ভাব হলে বিশ্ব একইভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু রোগ সারিয়ে তোলা হওয়া উচিত নয় বরং রোগটি যাতে হতেই না পারে সে জন্য প্রতিরোধব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে হবে।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা