kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

সামরিক খাতে বরাদ্দ বাড়াল চীন

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে অর্থনীতিতে বড় ধাক্কা খেলেও সামরিক খাতে চীন বরাদ্দ বাড়িয়েই চলেছে। গত বছরের তুলনায় এবার এ খাতে বরাদ্দের পরিমাণ ৬.৬ শতাংশ বাড়িয়েছে দেশটি। গত বছর যেখানে এ খাতে বাজেট ছিল ১৭৭.৬ বিলিয়ন ডলার সেখানে এবারের বাজেট ১৭৯ বিলিয়ন ডলার। দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) গতকাল সামরিক খাতের এই বাজেট উপস্থাপন করে। ২০ লাখ সদস্য নিয়ে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। কয়েক বছর ধরে দেশটি সামরিক বাহিনীতে বরাদ্দ বাড়িয়ে চলেছে। তবে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, কয়েক বছরের মধ্যে বাজেটে সামরিক খাতে এবার বরাদ্দ বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে বেশ কম। চীনের সামরিক খাতে বরাদ্দ নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। তবে এনপিসির মুখপাত্র ঝাং ইয়েসুই বলেন, ‘সামরিক খাতে বরাদ্দ নিয়ে গোপনীয়তার কিছু নেই। আমরা ২০০৭ সাল থেকে জাতিসংঘে বাজেট জমা দিয়ে আসছি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা