kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

সাহরির ডাকে করোনা সচেতনতার বার্তা দিয়ে ভাইরাল

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের অনেক দেশের মতোই রমজান মাসজুড়ে সাহরিতে মানুষকে গান গেয়ে জাগিয়ে তোলা বাহরাইনেরও ঐতিহ্য। এ কাজটি যাঁরা করেন, স্থানীয়ভাবে তাঁরা ‘মুসাহারাতি’ নামে পরিচিত। যুগ যুগ ধরে দেশটিতে এ প্রথা চলে এলেও এ বছর করোনাভাইরাস মহামারির সময় কাজটি একটু ভিন্নভাবে করে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন এক মুসাহারাতি। সাহরিতে ঘুম ভাঙানোর গানে ইসলামী বার্তার সঙ্গে করোনা সচেতনতার বার্তাও দিচ্ছেন তিনি। ওই মুসাহারাতির নাম ইয়াসির আল সামাক। সামাক বাহরাইনের রাজধানী মানামার বাইরে বিলাদ-আল-কাদিম নামের একটি গ্রামের বাসিন্দা। ৫০ বছর বয়সী এ ড্রামবাদক প্রতিবছরের মতো এবারও সাহরির সময়ের আগে কয়েকজন সহযোগী নিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ধর্মীয় বার্তার পাশাপাশি তিনি গানে গানে মানুষকে সামাজিক দূরত্বের সুফলের বার্তা দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীসহ নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে ফ্রন্টলাইনে কাজ করা সব মানুষকে। ‘সাহরির সময় হয়েছে কিন্তু এ বছরটি আগের সব বছরের চেয়ে ব্যতিক্রম। পরিবারের সঙ্গে বাড়িতে থাকুন, আশা নিয়ে সাহরি খান।’

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা