kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

মানসিক স্বাস্থ্য সংকট নিয়েও জাতিসংঘের সতর্কতা

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহামারি আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে জনসাধারণের মধ্যে বাড়তে থাকা মানসিক চাপের ব্যাপারে সতর্ক করেছে জাতিসংঘ।

গতকাল বৃহস্পতিবার তাদের প্রকাশিত এক নথিতে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের কভিড-১৯ মোকাবেলার পরিকল্পনায় মানসিক স্বাস্থ্য ও মনো-সামাজিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত করতেও অনুরোধ করা হয়েছে। জাতিসংঘের নথিটিতে বিশ্বের বিভিন্ন দেশ যে দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি উপেক্ষা করে এসেছে তা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী, কাজ হারানো শ্রমিক, ঘরবন্দি দশা, অনলাইনে শিক্ষা কার্যক্রম, বয়স্কদের একাকিত্ব ও দুশ্চিন্তায় ভোগা এ সব কিছু মিলেই চলতি মহামারি বিশ্বের অসংখ্য মানুষের মানসিক স্বাস্থ্যে ভয়াবহ প্রভাব ফেলছে।

জাতিসংঘ বলেছে, ‘কার্যকরী সমাজের জন্য ভালো মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ।’ সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা