kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

রাশিয়ার করোনাভাইরাস হাসপাতালে আগুনে পাঁচজনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাশিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে পাঁচ করোনাভাইরাস রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এ ঘটনা ঘটে। মারা যাওয়া করোনাভাইরাসের পাঁচ রোগীই ভেন্টিলেটরের সঙ্গে যুক্ত ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে সেন্ট জর্জ হাসপাতালের সপ্তম তলায় আগুন ধরে যায়। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হাসপাতালটি করোনাভাইরাস রোগীদের জন্য পুনর্গঠন করা হয়েছিল। হাসপাতালে যখন আগুন লেগেছিল তখন মারা যাওয়া রোগীরা ভেন্টিলেটরের সঙ্গে যুক্ত ছিলেন। জরুরি সেবার একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে হাসপাতালে আগুন ধরেছে। অন্য একটি সূত্র জানিয়েছে, ভেন্টিলেটরে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ তৈরির কারণে আগুন ধরেছে। এদিকে গত সপ্তাহে মস্কোর একটি হাসপাতালে আগুন ধরেছিল। সেখানেও করোনাভাইরাস রোগীদের চিকিৎসা চলছিল। এ ঘটনায় একজন নিহত হয় এবং কয়েক শত রোগীকে স্থানান্তর করতে হয়েছিল। রাশিয়ায় দুই লাখ ২০ হাজারের ওপরে করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা