kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

ভূতুড়ে শহর সিঙ্গাপুর

কালের কণ্ঠ ডেস্ক   

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস মোকাবেলায় বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভূতুড়ে শহরে পরিণত হয়েছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক অঞ্চল সিঙ্গাপুর। দেশটির বেশির ভাগ রাস্তাঘাটই গতকাল মঙ্গলবার জনশূন্য দেখা গেছে। ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের এবং তাদের সংস্পর্শে আসা লোকজনকে খুঁজে বের করে পরীক্ষার আওয়াতায় আনায় ব্যাপক প্রশংসা পেয়েছিল সিঙ্গাপুর সরকার। কিন্তু সম্প্রতি দেশটিতে ফের ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে প্রথম দিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ তেমন একটা কঠোর পদক্ষেপ নিতে আগ্রহ দেখায়নি। কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করায় কর্তৃপক্ষ অত্যাবশ্যকীয় নয় এমন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। একই সঙ্গে তারা প্রতিটি মানুষকে নিরাপত্তার স্বার্থে বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা