kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

নারীদের রক্ষার আহবান জাতিসংঘ মহাসচিবের

সংঘাতময় এলাকাগুলোতে যুদ্ধবিরতিরও আহবান

কালের কণ্ঠ ডেস্ক   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারীদের রক্ষার আহবান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস করোনাভাইরাস মোকাবেলার পরিকল্পনায় নারীদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সারা বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ভয়াবহ এ দুর্যোগের সময় নারীর প্রতি পারিবারিক সহিংসতার ঘটনা হু হু করে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রেই সহিসংতা সীমাবদ্ধ নয়। অনেক নারী ও মেয়ে তাদের নিজ বাড়িতেই ব্যাপক হুমকিতে রয়েছে। যদিও সেখানে তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা। তিনি বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া কভিড-১৯ মোকাবেলায় সংঘাতময় এলাকাগুলোতে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতি ও একাধিক ভাষায় প্রকাশিত ভিডিওতে গুতেরেস বলেন, গত কয়েক সপ্তাহে অর্থনৈতিক ও সামাজিক চাপের পাশাপাশি আতঙ্কও বেড়েছে। এ সময় আমরা বিশ্বজুড়ে পারিবারিক সহিংসতাও ভয়ংকরভাবে বেড়ে যেতে দেখেছি। গুতেরেস বলেন, ‘আমি কভিড-১৯ মোকাবেলায় জাতীয় পরিকল্পনায় নারীর প্রতি সহিংসতা রোধের বিষয়টিকেও গুরুত্ব দিতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

গুতেরেস ওষুধের দোকান ও মুদি দোকানগুলোতে জরুরি সতর্ক ব্যবস্থা চালুর ওপর জোর দেন, যাতে নারীরা নির্যাতকদের এড়িয়ে রাষ্ট্রের কাছে জরুরি সেবা চাইতে পারে। তিনি বলেন, ‘করোনা মোকাবেলায় আমরা যেমন ঐক্যবদ্ধভাবে কাজ করছি, যেভাবে কাজ করলে আমরা যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে মানুষের বাড়ি পর্যন্ত সর্বত্র সহিংসতা ঠেকাতে পারব। বিশ্বব্যাপী ঘরে ঘরে শান্তির জন্য এটা আমাদের করতেই হবে।’

বিশ্বজুড়ে ঘরে ঘরে শান্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্র থেকে ঘর সবখানে আমরা যৌথভাবে সহিংসতা বন্ধ করতে পারি এবং অবশ্যই তা করতে হবে।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা