kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

কাপড়ের বদলে প্লাস্টিকে লাশ দাফন

কালের কণ্ঠ ডেস্ক   

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেরুজালেমে করোনাভাইরাসের কারণে বদলে গেছে মৃতদেহ দাফনের নিয়ম। কাফনের কাপড়ের বদলে এখন প্লাস্টিকে মুড়ে কবর দেওয়া হয় মুসলিম এবং ইহুদিদের মরদেহ। সরকারি হিসাব অনুযায়ী, ফিলিস্তিনে মাত্র একজন মারা গেলেও ইসরায়েলে মারা গেছে ২৯ জন। সংক্রমিত হয়েছে অনেকে। মৃত্যু এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সোশ্যাল ডিসট্যান্সিং অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন নিশ্চিত করা হয়েছে। কোলাকুলি, হাত মেলানো, চুম্বন ইত্যাদি নিষিদ্ধ করার পাশাপাশি লাশ সৎকারের নিয়মেও আনা হয়েছে পরিবর্তন।

ইসলাম, খ্রিস্টান ও ইহুদি—এই তিন ধর্মের মানুষের কাছে জেরুজালেম পবিত্র এক নগরী। করোনা থেকে সবাইকে বাঁচাতে সেখানে মুসলমানদের লাশ দাফনের নিয়মেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে। সরকারের নির্দেশ, লাশ ধোয়া যাবে না আর কাপড়ের বদলে বিশেষ ধরনের প্লাস্টিকে মুড়ে কবর দিতে হবে। কবর দেওয়ার সময় সর্বোচ্চ ২০ জন থাকতে পারবে। সবাইকে মৃতের প্রতি শ্রদ্ধা এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে হবে ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইহাব নাসেরআলদীনের ভাই মারা গেছেন ক্যান্সারে। এর পরও জেরুজালেমের আল আকসা মসজিদে তাঁর জানাজা হয়নি। সূত্র : রয়টার্স।

 

মন্তব্যসাতদিনের সেরা