kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

ভূপৃষ্ঠে মানবসৃষ্ট কম্পন কমে গেছে

কালের কণ্ঠ ডেস্ক   

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশের সরকার লকডাউন ও কোয়ারেন্টিন ব্যবস্থা ঘোষণা করেছে। এতে বিশ্বজুড়ে মানবসৃষ্ট ভূকম্পনের মাত্রা কমে গেছে। বিভিন্ন দেশের ভূপৃষ্ঠে ভূকম্পন পরিমাপক যন্ত্র সিসমোমিটারের রেকর্ডকৃত তথ্যে এ পরিস্থিতির কথা জানা গেছে। ফোর্বস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিসমোমিটার ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র হিসেবে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত বা অন্য যেকোনো কারণে ঘটা ভূত্বক বা ভূগর্ভস্থ কম্পনের তীব্রতা মাপতে ব্যবহৃত হয়। এই কম্পন-তীব্রতার তথ্য-উপাত্ত ভূতত্ত্ববিদদের ভূগর্ভের মানচিত্র তৈরি, ভূমিকম্পের উৎস এবং তীব্রতা বিশ্লেষণে সাহায্য করে। সিসমোমিটার এত স্পর্শকাতর যে তাতে মানুষের প্রতিদিনের সৃষ্ট নানা শব্দের ধরনগুলো ডাটা রেকর্ডকে ব্যাহত করতে পারে। সূত্র : ফোর্বস।

মন্তব্যসাতদিনের সেরা