kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

লেবার পার্টির নতুন নেতা কেইর স্টারমার

কালের কণ্ঠ ডেস্ক   

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেইর স্টারমার। দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউশন কর্যালয়ের সাবেক পরিচালক এবং বেক্সিট বিষয়ে লেবার পার্টির মুখপাত্র এ নেতার নাম গতকাল শনিবার ঘোষণা করা হয়। তিনি জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হবেন।

সংবাদ মাধ্যম জানায়, দলীয় প্রধান নির্বাচনে অনুষ্ঠিত ভোটে কেইর স্টারমার লেবার পার্টির প্রায় পাঁচ লাখ সমর্থকের ভোটে নির্বাচিত হন। নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বি রেবেকা লং-বেইলি। তিনি দীর্ঘদিন ধরে এ পদটির জন্য চেষ্টা করছিলেন।

গত বছরের ডিসেম্বরে ব্রিটেনে অনুষ্ঠিত সাধারন নির্বাচনের পর এলোমেলো হয়ে যাওয়া লেবার পার্টিকে গুছিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেইর স্টারমার। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আমাদের দল ও আন্দোলনকে পুনগঠনের সুযোগ পেয়েছি। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল লেবার পার্টি তাঁর আগের জায়গায় ফিরে আসার সুযোগ পেয়েছে।’ ওই নির্বাচনের পর দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন জেরেমি করবিন।  সূত্র: এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা