kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

দ্বিতীয় পরীক্ষায়ও করোনা মেলেনি ট্রাম্পের শরীরে

কালের কণ্ঠ ডেস্ক   

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয়বারের পরীক্ষায়ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালেই পরীক্ষা করালাম। তাতে দেখা গেল, প্রেসিডেন্টের কভিড-১৯ হয়নি।’ দ্বিতীয়বার কেন পরীক্ষা করিয়েছেন, সে ব্যাপারে তিনি বলেন, ‘পদ্ধতিটা কত দ্রুত কাজ করে, তা দেখার জন্য কৌতূহল থেকেই পরীক্ষাটি করি। এটা অনেক সহজ। দুই ধরনের পরীক্ষাই আমি করিয়েছি। দ্বিতীয়টা আরো বেশি আরামপ্রদ।’ ব্রাজিলের প্রেসিডেন্টের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করার পর গত মাসের মাঝামাঝি প্রথমবারের মতো করোনাভাইরাস পরীক্ষা করান ট্রাম্প। সে সময় পরীক্ষার ফল হাতে আসতে সময় লেগেছিল কয়েক ঘণ্টা। তবে দ্বিতীয় পরীক্ষায় মাত্র ১৫ মিনিটে ফল জেনে যান ট্রাম্প। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা