kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

আইসোলেশনে পুতিন

কালের কণ্ঠ ডেস্ক   

২ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবার থেকে আলাদা থেকে প্রতিদিনের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানান। গত সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত মস্কোর কমুনারকা হাসপাতাল পরিদর্শনে যান পুতিন। সে সময় হাসপাতালটির বিভিন্ন কার্যকলাপ প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন ডেনিস প্রোটেসেনকো নামের ওই চিকিৎসক। এই সময় পুতিনকে কোনো ধরনের সতর্কতা অবলম্বন না করেই ওই চিকিৎসকের সঙ্গে হাত মেলাতে ও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার ডেনিস নিজেই তাঁর দেহে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বর্তমানে তিনি ভালো আছেন।

দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট কিছুদিন আলাদা থেকে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা