kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট করোনায় মারা গেলেন

কালের কণ্ঠ ডেস্ক   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকঙ্গোর সাবেক প্রেসিডেন্ট করোনায় মারা গেলেন

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাক জোয়াকিম ইহোমবি-অপাঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্যারিসের একটি হাসপাতালে সোমবার তিনি মারা যান বলে তাঁর পরিবার জানিয়েছে। ইহোমবি-অপাঙ্গার ছেলে জানিয়েছেন, ৮১ বছর বয়সী অপাঙ্গা করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। ১৯৩৯ সালে কঙ্গোর উত্তরাঞ্চল কুভেতায় জন্ম নেওয়া ইহোমবি-অপাঙ্গা ১৯৭৭ সালে প্রেসিডেন্ট পদে আসীন হন। ১৯৭৯ সালে বর্তমান প্রেসিডেন্ট ডেনি সাসেউ এনগুয়েসো তাঁকে উচ্ছেদ করার আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা