kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধেও করণীয় জানতাম’

কালের কণ্ঠ ডেস্ক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘দ্বিতীয় বিশ্বযুদ্ধেও করণীয় জানতাম’

ব্রিটেনের হ্যাম্পশায়ার কাউন্টির অলটন শহরের ১১২ বছর বয়সী সাবেক শিক্ষক বব ওয়েটনকে বর্তমানে বিশ্বের বয়স্কতম মানুষ মনে করা হয়। জাপানের চিতেতসু ওয়াতানাবের মৃত্যুর পর গত মাসে ওয়েটনের ভাগ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাবটি জোটে। ফলে এবার স্বজনদের নিয়ে বড় আকারে জন্মদিন পালনের আয়োজন করেছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে সব আয়োজন ভেস্তে গেছে। প্রেস অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘সব কিছু বাতিল, কেউ আসবে না, কোনো উৎসব হবে না।’ ১১২ বছরে জীবনে শুধু ব্রিটেনেরই নয়, সারা বিশ্বের মোড় ঘোরানো সব ঘটনা-দুর্ঘটনার সাক্ষী হয়ে আছেন ওয়েটন। জীবদ্দশায় তিনি ব্রিটিশ রাজসিংহাসনে পাঁচজনকে বসতে দেখেছেন। ২২ জন প্রধানমন্ত্রী দেখেছেন, দেখেছেন ২১ জন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র : বিবিসি।

 

মন্তব্যসাতদিনের সেরা