kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

লাখো মৃত্যুর আশঙ্কা স্বীকার করলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলাখো মৃত্যুর আশঙ্কা স্বীকার করলেন ট্রাম্প

মধ্য এপ্রিল নাগাদ করোনাভাইরাস মহামারির লাগাম টানতে ডোনাল্ড ট্রাম্পের ভীষণ আত্মবিশ্বাস যেন মিইয়ে গেছে। উল্টো তিনি এবার যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি মানুষের মৃত্যুর ব্যাপারে বিশেষজ্ঞদের পূর্বাভাস স্বীকার করে নিয়েছেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ‘সম্মিলিত’ প্রচেষ্টায় গুরুত্ব দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রবিবার সকালে সিএনএনের ‘স্টেট অব দি ইউনিয়ন’ শীর্ষক টক শোয় দেশটির?সংক্রমক রোগবিষয়ক বিশেষজ্ঞ ও ন্যাশনাল অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ডা. অ্যান্টনি ফুচি বলেন, করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা এর বেশি লোক মারা যেতে পারে। একই দিন সন্ধ্যায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই পূর্বাভাসের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে সম্মিলিত প্রচেষ্টায় ‘খুব ভালো কাজ হবে’।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সাধারণ মানুষের ঘরবন্দি থাকার নির্দেশনা আরো ৩০ দিন বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অথচ দুই সপ্তাহ আগে ১৫ দিনের জন্য এ নির্দেশনা ঘোষণা করেছিলেন তিনি। ওই নির্দেশনায় গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত ছিল। গতকাল সোমবার ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে গত সপ্তাহে ট্রাম্প বেশ আত্মপ্রত্যয় নিয়ে বলেছিলেন, আগামী ১২ এপ্রিল ইস্টার উৎসবের আগেই দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে।

সূত্র : বিবিসি, সিএএন।

মন্তব্যসাতদিনের সেরা