kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

আলোচনা প্রত্যাখ্যান তালেবানের

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলোচনায় অংশ নিতে সরকারের ঘোষিত দলকে প্রত্যাখ্যান করেছে তালেবান। আফগানিস্তানের ১৮ বছরের সংঘাত অবসানে তালেবানের সঙ্গে আলোচনার জন্য শুক্রবার পাঁচ নারী সদস্যসহ ২১ সদস্যের দল ঘোষণা করে দেশটির সরকার। তবে সরকারের ঘোষিত দলের সদস্যরা তালেবানের মনঃপূত হয়নি। এক বিবৃতিতে তারা জানায়, সরকার একটি গ্রহণযোগ্য দল গঠনে ব্যর্থ হয়েছে। যারা আমাদের চুক্তির সঙ্গে একমত এবং আমাদের নীতিতে বিশ্বাসী আমরা শুধু তাদের সঙ্গেই আলোচনায় বসব। আফগানিস্তানের সংঘাতের অবসানে গত মাসে তালেবানরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে তারা আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে একমত হয়। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা