kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

ব্রাজিলের প্রেসিডেন্টকে আদালত

কোয়ারেন্টিনবিরোধী প্রচার বন্ধ করুন

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টিনের বিরুদ্ধে সরকারকে প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। গত শনিবার  রিও ডি জেনিরোর আদালত এই নিষেধজ্ঞা জারি করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃতের সংখ্যা শতাধিক। আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার। এই মহামারি থেকে মুক্তি পেতে সব দেশ নাগরিকদের যেখানে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে, সেখানে ব্রাজিলের সরকারপ্রধান ব্যবসাকেন্দ্র খুলে দেওয়ার প্রচার চালাচ্ছেন। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য সান্তা ক্যাটারিনায় প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ব্যবসাকেন্দ্র এবং বিদ্যালয় আবার খুলে দেওয়ায় আনন্দ উৎসবের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। বোলসোনারোর ছেলে এবং সিনেটর ফ্লাভিও বোলসোনারোও সরকারি প্রচারাভিযানের অংশ হিসেবে ‘ব্রাজিল ক্যান্ট স্টপ’ স্লোগানের ভিডিও শেয়ার করেছেন। সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা