kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

চশমা, মোবাইল বাজারের ব্যাগ থেকে সাবধান

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার কারণে আমরা প্রায় সবাই এখন প্রায় গৃহবন্দী। তবে এর এর মধ্যেই আমাদের দোকান, বাজার করতে বাড়ি থেকে বেরোতেই হচ্ছে।  বেরোলেই মোবাইল ফোন সঙ্গে রাখা আমাদের বহুদিনের অভ্যাস হয়ে গেছে। আর যাদের চশমা না পরলে এক মুহূর্তও চলে না, তাদের তো চশমা বাড়িতে খুলে রেখে বাড়ির বাইরে পা ফেলার উপায়ই নেই। মুদির দোকান, মাছ বা সবজি বাজারে গেলে সঙ্গে থলেও নিয়ে না গেলে মুশকিল। মোবাইল ফোন, চশমা বা বাজারের থলের মাধ্যমে বাড়িতেও ব্যাকটেরিয়া, করোনাসহ নানা ধরনের ভাইরাস সংক্রমণের জোরালো আশঙ্কা রয়েছে। বাইরে থেকে বাড়ি ফিরে হাত দুটি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পাশাপাশি চশমা, মোবাইল ফোনও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পানি ও লোশন দিয়ে। ভালোভাবে ধুয়ে নিতে হবে বাজারের থলেও। না হলে এগুলোর মাধ্যমে নিজেদের তো বটেই, বাড়ির লোকজনেরও সংক্রমণ ঘটতে পারে।

সূত্র : আনন্দবাজার।

মন্তব্যসাতদিনের সেরা