kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

জেনারেল মটরসকে ভেন্টিলেটর উৎপাদনে বাধ্য করছেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেনারেল মটরসকে ভেন্টিলেটর উৎপাদনে বাধ্য করছেন ট্রাম্প

বহুজাতিক কম্পানি জেনারেল মটরসকে (জিএম) করোনা আক্রান্ত রোগীদের জন্য দ্রুত ভেন্টিলেটর উৎপাদনের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ‘প্রতিরক্ষা উৎপাদন আইন’ ব্যবহার করে তিনি ওই আদেশ দেন।

বিশেষ এ আইন খুব কমই ব্যবহার করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালে চিকিৎসাসামগ্রী প্রয়োজনের তুলনায় কম হওয়ায় ট্রাম্প এ আদেশ দেন। আদেশের আগে থেকেই জিএম সরকারের সঙ্গে চুক্তি করে ভেন্টিলেটর উৎপাদনের কাজ করে যাচ্ছিল। কিন্তু তাদের কাজের গতি ধীর মনে হওয়ায় ট্রাম্প ‘প্রতিরক্ষা উৎপাদন আইন’ ব্যবহার করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জিএমের সঙ্গে আমাদের ভেন্টিলেটর সরবরাহের যে চুক্তি ছিল, তা ফলপ্রসূই ছিল।  সূত্র : এএফপি।  

মন্তব্যসাতদিনের সেরা