kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

মিসরের সাবেক প্রেসিডেন্ট মুবারক আর নেই

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিসরের সাবেক প্রেসিডেন্ট মুবারক আর নেই

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক কায়রোর একটি হাসপাতালে মারা গেছেন। মিসরে গণঅভ্যুত্থানের আগে তিনি প্রায় তিন দশক দেশটির ক্ষমতায় ছিলেন। ২০১১ সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হারান তিনি। গত মাসের শেষ দিকে ৯১ বছর বয়সী মুবারকের অস্ত্রোপচার হয়েছিল। গত শনিবার মুবারকের ছেলে জানান, তাঁকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন তাঁর মৃত্যুর খবর জানাল। মিসরের উত্তরাঞ্চলে কাফর আল মেসেলহায় ১৯২৮ সালে জন্ম নেওয়া মুবারক নিজেও সামরিক বাহিনীর লোক ছিলেন। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা