বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়ে যুক্তরাজ্যের একটি আদালতে শুনানি শুরু হয়েছে। গতকাল সোমবার শুরু হওয়া এ শুনানির ওপরই নির্ভর করবে কম্পিউটার হ্যাকসহ ১৮টি অভিযোগে অভিযুক্ত অ্যাসাঞ্জের ভাগ্য। আদালত যদি তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের রায় দেন, তবে সেখানে তাঁর ১৭৫ বছরের জেল হতে পারে।
২০১০ সালে অ্যাসাঞ্জের উইকিলিকস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের হাজার হাজার গোপন নথি ফাঁস করে দেয়। সূত্র : এএফপি।
মন্তব্য