kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

মনোনয়ন দৌড়ে আরো এগিয়ে স্যান্ডার্স

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের এগিয়ে থাকা প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো দৃঢ় করেছেন বার্নি স্যান্ডার্স। ভারমন্টের ‘বামপন্থী’ এই সিনেটর নেভাডা ককাসে বড় ধরনের জয় পাচ্ছেন—এমন আভাস মিলেছে বলে জানিয়েছে বিবিসি। তবে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কে হতে যাচ্ছেন, তা নিশ্চিত হতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। নেভাডার প্রাথমিক ফলাফলে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগের তুলনায় ভালো করেছেন। এখানে তিনি দ্বিতীয় অবস্থানে আছেন। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পাশায়ারে প্রাইমারিতে হতাশাজনক ফল ছিল তাঁর। এই দুই অঙ্গরাজ্য থেকেই ডেমোক্র্যাট পার্টির দীর্ঘ চার মাসব্যাপী প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া (প্রাইমারি) শুরু হয়েছিল। নেভাডায় ১১ শতাংশ ভোট গণনার পরই সিবিএস ও অন্যান্য গণমাধ্যম স্যান্ডার্সের জয়ের আভাস দেয়। তিনি ৪৭ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন। বাইডেন পেয়েছিলেন ২৪ শতাংশ ভোট। এলিজাবেথ ওয়ারেন ও পিট বুটিজাজের মতো অন্য প্রতিদ্বন্দ্বীরা আরো পেছনে পড়েছেন। এখানে যেসব প্রার্থী ১৫ শতাংশের বেশি ভোট পাবেন শুধু তাঁরাই ডেলিগেট পাবেন। জুলাইয়ে দলের সম্মেলনে এই ডেলিগেটরা তাঁদের নিজ নিজ ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে সমর্থন দেবেন।

শনিবারের আগে স্যান্ডার্সের ঝুলিতে ২১ জন ডেলিগেট ছিল, দলের প্রার্থী হতে তাঁর প্রয়োজন হবে এক হাজার ৯৯০ জন ডেলিগেটের সমর্থন; সেই পথ অনেকটা দূর হলেও নেভাডায় জয় পেলে সেদিকে আরো একটু এগিয়ে যাবে স্যান্ডার্স।

শনিবার সন্ধ্যায় টেক্সাসে দেওয়া বিজয়ীর ভাষণে স্যান্ডার্স তাঁর ‘বিভিন্ন প্রজন্মের, বহুজাতিক জোট’ সমর্থকদের প্রশংসা করেছেন আর ট্রাম্পকে আক্রমণ করে বলেছেন, ‘সব সময় মিথ্যা কথা বলা একজন প্রেসিডেন্টকে নিয়ে আমেরিকান জনগণ ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছে।’

ডেমোক্র্যাট দলের পরবর্তী প্রাইমারি আগামী শনিবার সাউথ ক্যারোলাইনায় হবে। মার্চের আগে যে চারটি অঙ্গরাজ্যে ভোট হচ্ছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা